ছোট ভিডিও তৈরির প্ল্যাটফরম টিকটক নিয়ে অভিযোগের অন্ত নেই। এ প্ল্যাটফরমে সবচেয়ে বেশি প্রভাব লক্ষ করা যায় তরুণ বয়সীদের ওপর। বিরূপ প্রভাব নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে পড়েছে চীনা প্রতিষ্ঠান বাইটডান্সের মালিকানাধীন প্ল্যাটফরমটি। অল্প সময়ে বাজারে শক্ত অবস্থান তৈরি করা সামাজিক মাধ্যমটির প্রভাব তদন্তে মাঠে নেমেছেন যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যের প্রধান আইন কর্মকর্তারা।
অ্যাপটি তরুণ বয়সীদের শারীরিক বা মানসিক ক্ষতির কারণ হচ্ছে কিনা, সেটি তদন্ত করবে যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধিদের একটি দল, যেখানে প্রধান দুই রাজনৈতিক দলের প্রতিনিধিরাই থাকবেন। তরুণ বয়সীদের ওপর কোনো ক্ষতিকর প্রভাবের বিষয়ে টিকটকের জানা ছিল কিনা বা প্রতিষ্ঠানটি জেনেশুনে ক্ষতিকর ব্যবসা কৌশল অব্যাহত রেখেছে কিনা-এ প্রশ্নগুলোর উত্তর খুঁজবেন তদন্তকারীরা। ম্যাসাচুসেটস-এর অ্যাটর্নি জেনারেল মাউরা হিলির কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘আরও বিভিন্ন বিষয়ের পাশাপাশি, তরুণ বয়সীদের হাতে প্ল্যাটফরমটির ব্যবহার বাড়াতে টিকটক যে পদ্ধতি ও কৌশলগুলো ব্যবহার করেছে, তার ওপর গুরুত্ব দেবে এ তদন্ত।’