Wednesday, April 17, 2024
spot_img
Homeবিনোদনতবু গান থামাননি ম্যাডোনা

তবু গান থামাননি ম্যাডোনা

বিশ্বনন্দিত পপ তারকা ম্যাডোনা। বয়স তার ৬৫। কিন্তু এখনো তারুণ্যের মেজাজে স্টেজে পাওয়া যায় তাকে। সম্প্রতি একটি বড় মাপের কনসার্টে অংশ নেন তিনি। সিয়াটেলে ‘ওপেন ইউর হার্ট’ শীর্ষক কনসার্টে ম্যাডোনা হোঁচট খেয়ে স্টেজের মধ্যে সপাটে আছড়ে পড়েন। কিন্তু চমকের বিষয় হলো পড়ে গিয়েও এক সেকেন্ডের জন্য গান থামাননি তিনি। পড়ে যাওয়া অবস্থাতেই গান গেয়ে শ্রোতা-দর্শকদের চমকে দেন তিনি। তারপর অন্য এক ড্যান্সারের হাত ধরে উঠে দাঁড়িয়ে চেনা মেজাজে ম্যাজিক ছড়াতে থাকেন। তার এমন পারফরম্যান্স চালিয়ে যাওয়ার ভিডিও নেট-দুনিয়ায় এখন ভাইরাল। আর তা দেখে ভক্তদের প্রশংসায় ভাসছেন ম্যাডোনা।

এক নেটিজেন লিখেছেন,  এজন্যই ম্যাডোনা কিংবদন্তি, অনুপ্রেরণা। অন্য একজন লিখেছেন, স্টেজে পড়ে গিয়েও কামব্যাক কীভাবে করতে হয় সেটা ম্যাডোনার কাছ থেকে  শেখা উচিত। এদিকে ম্যাডোনা বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে একইসঙ্গে চলছে তার নতুন অ্যালবামের কাজ। সেই অ্যালবাম ভিডিওসহ প্রকাশ করতে চান তিনি। চলতি বছরের মাঝামাঝিতে অ্যালবামটির গান প্রকাশ শুরু হবে বলেও জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments