কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যা নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন বদিউল আলম খোকন। নাম ঠিক না হওয়া ছবিটিতে অভিনয় করবেন মাহিয়া মাহি। তাঁর বিপরীতে থাকবেন শাকিব খান। এর মধ্যে গল্প লেখার কাজ শুরু করেছেন আব্দুল্লাহ জহির বাবু। অক্টোবর থেকে শুটিং শুরু বলে জানান তিনি। শাকিব খানকে নিয়ে এর আগে খোকন ‘হিরো দ্য সুপারস্টার’, ‘মাই নেম ইজ খান’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’-এর মতো ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন। এবারও সেই ধারাবাহিকতা রাখতে পারবেন বলে আশা করেন। খোকন বলেন, ‘শাকিব সময়ের সেরা তারকা। নায়িকাদের মধ্যে মাহির অবস্থানও এক নম্বরে। এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে হিট ছবি দরকার। তাই শাকিব-মাহির রসায়নটা কাজে লাগাতে চাই। যেহেতু তাঁদের প্রথম ছবি হিট করেছে, সে ক্ষেত্রে ঝুঁকিটা কম থাকবে।’ ২০১৩ সালে পি এ কাজলের ‘ভালোবাসা আজকাল’ ছবিতে প্রথম অভিনয় করেন শাকিব-মাহি। দীর্ঘ সাত বছর পর গত সপ্তাহে অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন দুজন। সপ্তাহ না যেতে আবার খোকনও এই জুটিকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিলেন। মাহি বলেন, ‘খোকন স্যারের সঙ্গে কাজ করা মানেই একটি হিট ছবির তালিকায় নাম লেখানো। ছবিটির গল্প সত্য ঘটনা অবলম্বনে। আশা করছি সবার ভালো লাগবে।