টার্গেটেড বিজ্ঞাপন পাওয়ার জন্য অবৈধভাবে ব্যবহারকারীদের তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করায় টুইটারকে জরিমানা করেছে যুক্তরাষ্ট্র। এই জরিমানার পরিমাণ ১৫ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এবং ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে, সরকারি নীতিনির্ধারকদের সঙ্গে যে চুক্তি হয়েছে তা লঙ্ঘন করেছে টুইটার। প্রতিষ্ঠানটি অঙ্গীকার করেছিল যে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, যেমন—ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দেবে না।
এর আগে গত ডিসেম্বরে ইউরোপের জিডিডিআর ডাটা প্রাইভেসি রুলস ভঙ্গের দায়ে পাঁচ লাখ পাঁচ হাজার ১৬৩ ডলার জরিমানা গুনতে হয়েছিল টুইটারকে।
এফটিসির পক্ষে ডিপার্টমেন্ট অব জাস্টিসের দায়ের করা এক অভিযোগে বলা হয়, অ্যাকাউন্টের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে ২০১৩ সালে ব্যবহারকারীদের ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা চাওয়া শুরু করে টুইটার। সূত্র : বিবিসি