অ্যানড্রয়েড ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বাড়াতে প্লে স্টোরে ‘ডাটা সেফটি’ বিভাগ চালু করছে গুগল। এই সেকশন যুক্ত হলে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ এবং তথ্য কিভাবে সুরক্ষিত রাখা হবে সে বিষয়ে বিস্তারিত জানাতে বাধ্য থাকবেন অ্যাপ ডেভেলপাররা। যেমন ধরুন, কোনো অ্যাপ লোকেশন ও ক্যামেরা থেকে তথ্য নেওয়ার অনুমতি চেয়েছে। এ ক্ষেত্রে লোকেশন ও ক্যামেরা থেকে শুধু একবার, অ্যাপটি ব্যবহারের সময় নাকি সব সময় তথ্য নেওয়া যাবে তা ব্যবহারকারীরাই নির্ধারণ করতে পারবেন।
ব্যবহারকারীরা এখন থেকেই প্লে স্টোরে ‘ডাটা সেফটি’ অপশন দেখতে পাবেন। এই সেকশনে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য ডেভেলপাররা আগামী ২০ জুলাই পর্যন্ত সময় পাবেন। এ বিষয়ে গুগল তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে অ্যাপ থেকে তথ্য সংগ্রহের অনুমতি নেওয়া যথেষ্ট নয়। ব্যবহারকারীরা জানতে চান কোন উদ্দেশ্যে ডাটা নেওয়া হচ্ছে। কোনো থার্ড পার্টি এসব ডাটা নিচ্ছে কি না, সে সম্পর্কেও অবগত থাকতে চান ব্যবহারকারীরা। ডেভেলপারদের দিক থেকে স্বচ্ছতার যে ঘাটতি রয়েছে তা পূরণ করবে ডাটা সেফটি সেকশন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস