প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম পাঁচ ম্যাচ খেলে অপরাজিত ছিল ঢাকা আবাহনী লিমিটেড। শীর্ষস্থানও দখল করেছিল তারা। তবে গতকাল চলতি মৌসুমে প্রথমবার হারের তিক্ত স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেড। সিলেট জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে আকাশি নীল জার্সিধারীরা।
গতকাল ম্যাচের ১৬তম মিনিটে ড্যানিয়েল কলিনড্রেস আবাহনীকে এগিয়ে দেন। কিন্তু খুব বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান পিটার। এবারের লিগে ৭ গোল করে তিনি এখন এককভাবে শীর্ষে অবস্থান করছেন। এরপর দক্ষিণ আফ্রিকার উইলিয়াম টোয়ালা ৩৭তম মিনিটে এবং আফগানিস্তানের ওমিড পপালজে ৬৪তম মিনিটে আরও দুটি গোল করেন চট্টগ্রাম আবাহনীর পক্ষে। ম্যাচের শেষ দিকে (৮৯তম মিনিটে) রাফায়েল অগাস্তু আবাহনী লিমিটেডের পক্ষে একটা গোল করে ব্যবধান কমালেও দলের পরাজয় রুখতে পারেননি।প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। গতকাল পরাজিত আবাহনী লিমিটেড সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুয়ে আছে। চট্টগ্রাম আবাহনী ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চারে আছে। আবাহনী পরাজিত হওয়ায় শীর্ষস্থানে আসন গাড়ল লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবারের লিগে এখনো পর্যন্ত দুটি দল অপরাজিত আছে শেখ জামাল ধানমন্ডি ও চট্টগ্রাম আবাহনী। শেখ জামাল ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তিনে অবস্থান করছে।