Monday, December 11, 2023
spot_img
Homeখেলাধুলাড্রাফট শেষে যেমন হলো রংপুর রাইডার্সের স্কোয়াড

ড্রাফট শেষে যেমন হলো রংপুর রাইডার্সের স্কোয়াড

বিপিএলের দশম আসরের প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে। আজ রবিবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত এই ড্রাফট থেকে অংশগ্রহণকারী দলগুলো তাদের পছন্দের দেশি ও বিদেশি ক্রিকেটার বেছে নিয়েছে। আগেই তারকাবহুল দল গড়া রংপুর আজ রনি তালুকদারকে দলে ভিড়িয়ে ড্রাফট শুরু করে।

ড্রাফট থেকে রংপুর রাইডার্স দলে আরো নিয়েছে শামীম পাটোয়ারী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, নিউজিল্যান্ডের মিচেল রিপন, যুক্তরাষ্ট্রের ইয়াসির মুহাম্মদ, পেসার আবু হায়দার রনি, ফজলে মাহমুদ, আশিকুজ্জামানকে।ড্রাফট শেষে রিটেইন ও ডিরেক্ট সাইনিং মিলিয়ে রংপুর রাইডার্সের স্কোয়াড হয়েছে এ রকম :

দেশি ক্রিকেটার : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আবু হায়দার রনি, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ আশিকুজ্জামান।

বিদেশি ক্রিকেটার : বাবর আজম, ইহসানুল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আজমতুল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, মিচেল রিপন, ইয়াসির মুহাম্মদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments