মোবাইল অ্যাপ ছাড়াও ওয়েব ভার্সন ও ডেস্কটপ অ্যাপে নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। ডেস্কটপ ভার্সনে গ্লোবাল অডিও প্লেয়ার যুক্ত করা হয়েছে। এর ফলে যে চ্যাটে ভয়েস নোট প্লে করা হয়েছে সেই চ্যাট থেকে বেরিয়ে অন্য চ্যাট ওপেন করলেও ভয়েস নোট চলতে থাকবে। আগে ভিডিওর সঙ্গে যেমন পিকচার ইন পিকচার মোড যুক্ত হয়েছিল ঠিক একইভাবে কাজ করবে নতুন এই ফিচার।
সেই ফিচারে যেকোনো ভিডিও প্লে করলে তা একটি পৃথক ছোট উইন্ডোতে প্লে হতে শুরু করে। অন্য কোনো চ্যাট ওপেন করলেও ছোট উইন্ডোতে ভিডিও প্লে হতে থাকে। তবে গ্লোবাল অডিও প্লেয়ারের ক্ষেত্রে ব্রাউজারের নিচে একটি বারে ভয়েস নোট প্লে হবে। সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস।