দেশি আইসিটি খাতের সবচেয়ে বড় আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২২’ শুরু হচ্ছে ডিসেম্বরে। ‘বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট’ স্লোগান নিয়ে আগামী ৮ থেকে ১১ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলানগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠানটি হবে। রাজধানীর একটি স্থানীয় হোটেলে ‘অ্যাম্বাসাডর নাইট’ আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডের বিস্তারিত তুলে ধরে আয়োজক সংস্থা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
প্রধান অতিথি হিসেবে বত্তৃদ্ধতা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘প্রযুক্তি খাতে দেশের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২২ হবে অনন্য একটি সুযোগ। ’ বিশেষ অতিথির বক্তব্য দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে থাকছে বিভিন্ন আয়োজন।