চীনা ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআইসহ আরো সাতটি চীনা কম্পানির ওপর যুক্তরাষ্ট্র আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার, ট্রেজারি ডিপার্টমেন্ট কম্পানিগুলোকে বিনিয়োগ বর্জনের তালিকায় যুক্ত করেছে। এর মানে হচ্ছে মার্কিন নাগরিকদের জন্য এসব প্রতিষ্ঠানের শেয়ার কেনা-বেচা নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞাটি মূলত প্রতীকী কারণ ডিজেআই একটি পাবলিক-ট্রেড কম্পানি নয়। ফলে মার্কিনরা ডিজেআই ড্রোন ক্রয় এবং ব্যবহার চালিয়ে যেতে পারে। এদিকে অভিযোগ উঠেছে চীনের উইঘুর মুসলমানদের ওপর নজরদারির জন্য ডিজেআইয়ের ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। ২০২০ সালে বাণিজ্য বিভাগ যুক্তরাষ্ট্রের কম্পানিগুলোকে ডিজেআইয়ের কাছে যন্ত্রাংশ রপ্তানি করতে বাধা দেয়। সূত্র : বিবিসি