বৈশ্বিকভাবে নিজেদের মুদ্রা ইউয়ানকে দ্রুত ছড়িয়ে দিতে প্রধানত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ইউয়ানে বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পাদন করছে চীন। এতে ভূ-রাজনৈতিক বিষয়ে পশ্চিমা বিশ্বে সৃষ্টি হয়েছে অস্থিরতা। ছয় সপ্তাহের পরীক্ষামূলক ব্যবহারটি ছিল ‘এম ব্রিজ প্রজেক্ট’-এর একটি অংশ। এর আওতায় ডিজিটাল কারেন্সিতে ক্রস বর্ডার লেনদেন অনুমোদন করে চীন, হংকং, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞাপনদুই কোটি ২০ লাখ ডলারের পরীক্ষামূলক কর্মসূচির অধীনে চীনের ডিজিটাল কারেন্সি ইউয়ান বা ই-সিএসওয়াই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। চীনের আর্থিক প্রতিষ্ঠান পিডাব্লিউসির অর্থনীতিবিদ জি বিন জাও বলেছেন, ‘বৃহৎ পরিসরে এই পরীক্ষামূলক প্রজেক্ট সফলভাবে শেষ হওয়ায় চীন তাদের ইউয়ানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটি রাস্তা পেয়েছে। ডলারকে এখন অস্ত্রের মতো ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে ডিজিটাল ইউয়ান একটি সংক্ষিপ্ত পথ দেখাচ্ছে। ’ এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউয়ানের ব্যবহার বেড়েছে। রাশিয়ার বেশ কিছু কম্পানিও ইউয়ান বন্ড ইস্যু করেছে। সূত্র : রয়টার্স