ডিজিটাল স্বাস্থ্যসেবা অ্যাপ হেলথএইড চালু হয়েছে। এই মোবাইল অ্যাপের মাধ্যমে ডায়াবেটিক রোগীসহ সবাই প্রযুক্তির মাধ্যমে সহজেই চিকিত্সা ও শরীরের অবস্থা জানতে পারবে। এ ছাড়া এই অ্যাপের মাধ্যমে ভিডিও কলে চিকিৎসকের পরামর্শ নিতে পারবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ডায়াবেটিস সামিট উপলক্ষে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএডিএএস) বৈজ্ঞানিক সেমিনারে এই অ্যাপের উদ্বোধন করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ইব্রাহিম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডিসিইসির ডায়াবেটিস ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ প্রফেসর ইমেরিটাস হাজেরা মাহতাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন একমি ল্যাবরেটরিজের মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউদ্দিনসহ অনেকে।