Wednesday, October 4, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিডিএসএলআরের চেয়ে ঝকঝকে ছবি দেবে ফোনের ক্যামেরা

ডিএসএলআরের চেয়ে ঝকঝকে ছবি দেবে ফোনের ক্যামেরা

ফোনের ক্যামেরা শিগগিরই ডিএসএলআর ক্যামেরাকে টেক্কা দেবে বলে জানিয়েছে সনির সেমিকন্ডাক্টর সলিউশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী তেরেসি সিমিজু। স্মার্টফোনের ইমেজ সেন্সর ডিজাইনার দলের নেতৃত্ব দেন তিনি। প্রযুক্তি কম্পানিগুলোর এক সম্মেলনে সিমিজু জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যেই সিঙ্গল লেন্স রিফ্লাক্স বা এসএলআর ক্যামেরাকে ছাড়িয়ে যাবে স্মার্টফোনের ক্যামেরা।

ডিজিটাল সিঙ্গল লেন্স রিফ্লাক্স বা ডিএসএলআর ক্যামেরা ও মিররলেস ক্যামেরার ক্ষেত্রেও এমনটা ঘটবে।

এর জন্য আরো দুই বছর অপেক্ষা করতে হবে। আকার এক ইঞ্চি বাড়ানোতে বেশি ডাটা ধারণ করতে পারবে ফোনের ইমেজ সেন্সর। এ ছাড়া অবকাঠামোগত পরিবর্তনের ফলে প্রতিটি পিক্সেল দ্বিগুণ আলো ধারণ করতে সক্ষম হবে। এতে কম আলোতে নয়েসের পরিমাণ কমে আসবে। ফোনে তোলা ছবি হবে ডিএসএলআর ক্যামেরার চেয়েও ঝকঝকে।

 সূত্র : ফোন এরিনা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments