Saturday, July 27, 2024
spot_img
Homeসাহিত্যডা. হুমায়ূন কবিরের ‘বানর ও মানুষের গল্প’ বই নিয়ে আলোচনা

ডা. হুমায়ূন কবিরের ‘বানর ও মানুষের গল্প’ বই নিয়ে আলোচনা

‘বানর ও মানুষের গল্প’ বইয়ে গল্প মাত্র চারটি। কিন্তু মাত্র এই চারটি গল্পের মধ্য দিয়েই লেখক ডা. হুমায়ূন কবির বার বার মৃত্যুর কথা বলতে গিয়ে আদতে জীবনের জয়গানকে মূখ্য করে তুলেছেন। সেখান সমাজ, মানুষ, সময় ও রাজনীতির নানা কথাও বারাবার উঠে আসে। 

শনিবার বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘরে ডা.হুমায়ুন কবির রচিত গল্পগ্রন্থ ‘বানর ও মানুষের গল্প’ নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়। 

এদিন বইটি নিয়ে আলোচনা করেন, আজফার হোসেন, কথাসাহিত্যিক আনিসুল হক ও গল্পকার মোজাফফর হোসেন। উপস্থিত ছিলেন লেখক ডা. হুমায়ূন কবির। সঞ্চালনা করেন বইটির প্রকাশনা সংস্থা সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ।

আজফার হোসেন বলেন, নিজস্ব শৈলিকে লেখক এই লেখায় পুরোপুরি তুলে ধরেছেন। ‘বানর ও মানুষের গল্প’ গল্পগ্রন্থে মরে যাওয়ার কথা বলেই জীবনেরই জয়গান গাওয়া হয়েছে। মানুষ কিভাবে বেঁচে থাকে তিনি সেই কথাটাই বলেছেন। বইয়ের চরিত্রগুলো আমাদের সঙ্গে দীর্ঘদিন থেকে যাবে।

আনিসুল হক বলেন, ডা হুমায়ূন কবির পুরো প্রস্তুতি নিয়ে সাহিত্য চর্চা করেছেন। তার লেখা সুখপাঠ্য। 

মোজাফফর হোসেন বলেন, সমসাময়িক সময়ে পড়া ভালো গল্পের বই। গল্পগুলোতে চিন্তার উদ্রেক করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments