Tuesday, May 30, 2023
spot_img
Homeবিচিত্রডাকাত মনে করে রেস্টুরেন্ট থেকে দৌড়, পরে দেখলেন...

ডাকাত মনে করে রেস্টুরেন্ট থেকে দৌড়, পরে দেখলেন…

ব্রাজিলের রেসিফি শহরের একটি রেস্টুরেন্টের সিসি ক্যামেরায় ধরা পরেছে মজার একটি ঘটনা। 

সিসি ক্যামেরায় দেখা যায়, রেস্টুরেন্টের বাইরে রাখা চেয়ারে বসে রাতের খাবার খাচ্ছেন কয়েকজন। এমন সময় একজন নারী একটি কুকুর হাতে দৌড়ে যাচ্ছেন। তার পেছন পেছন আরও কয়েকজন দৌড়ে আসছেন।

তাদের দৌড়াতে দেখে রেস্টুরেন্টে বসা একজন বলে ওঠেন, ডাকাত ডাকাত!

এমনটি শোনার পর সেখানে যারা খাবার খাচ্ছিলেন তাদের মধ্যে হুলস্থুল লেগে যায়, ছড়িয়ে পরে আতঙ্ক। সবাই ছুটাছুটি শুরু করেন।

তারা মনে করেন, ওই নারী ও তার পেছন পেছন দৌড়ে আসা ব্যাক্তিরা ডাকাতের ভয়ে দৌড়ে পালাচ্ছেন। 

কিন্তু পরবর্তীতে জানা যায়, ওই নারী ও অন্যরা আসলে ব্যায়ামের অংশ হিসেবে দৌড়াচ্ছিলেন। তারা সেখানকার একটি ব্যয়ামাগারে ব্যয়াম করেন।

পরবর্তীতে ওই রেস্টুরেন্টের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র একটু ভুল বোঝাবুঝির কারণে এমন কাণ্ড ঘটেছে। 

সে সময় রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন ডাক্তার আমার কালনার নামে একজন ব্যাক্তি।

স্থানীয় গণমাধ্যম জি ওয়ানকে ডাক্তার আমার কালনার ঘটনা সম্পর্কে বলেন, এটি ছিল খুবই দ্রুত। তারা ধীরে এগিয়ে আসছিল। যখন তারা আমাদের রেস্টুরেন্টের টেবিলের কাছে পৌঁছায় তারা জোরে দৌড়ানো শুরু করে। কেউ একজন চিৎকার দিয়ে বলে ওঠেন, ডাকাত ডাকাত। তখন আমি ওঠে দাড়াই যে এটি ডাকাত এবং দৌড়ে পালিয়ে যাই। পরে জানি অন্য ঘটনা। 

সূত্র: এনডিটিভি

A group of people doing CrossFit ran passed a restaurant

Dozens of diners thought they were escaping from something and abandoned their tables to run off too. This happened in Brazil 1/?pic.twitter.com/7lmpt2zHY7— Science girl (@gunsnrosesgirl3) September 25, 2022

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments