২০২১ সালের শুরুতে ইউরোপে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষ দূত ডেভিড নাবারো। ইউরোপীয় দেশগুলো যদি দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন তিনি।
সুইজারল্যান্ডের একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি নাবারো। বলেন, ‘ইউরোপের দেশগুলো প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার পর গরমের মাসগুলোতে এই ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ব্যর্থ হয়েছে। এখন আমাদের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হচ্ছে। যদি তারা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না করে তবে আগামী বছরের শুরুতে তৃতীয় ঢেউ দেখতে হতে পারে।’
এশিয় দেশগুলো করোনার বিধিনিষেধ যথাযথ সময়ের আগে শিথিল করেনি বলেও উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দূত। ডেভিড নাবারো বলেন, ‘বিধিনিষেধ শিথিল করার আগে অবশ্যই দেখতে হবে, সংক্রমণ নিম্নগামী এবং নিম্নগামিতা অব্যাহত রয়েছে কিনা। ইউরোপের পদক্ষেপ ছিল অসম্পূর্ণ।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিছুদিন সংক্রমণের নিম্নগতির পর আবারও ইউরোপে তা বাড়তে শুরু করেছে। শনিবার জার্মানি ও ফ্রান্সে ৩৩ হাজার নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতেও প্রতিদিন কয়েক হাজার শনাক্ত হচ্ছেন। তুরস্কে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৫ হাজার ৫৩২ জন শনাক্ত হয়েছে।