Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিঠিক যেন টেসলা: ঢাকার রাস্তায় ‘চালকবিহীন’ রিকশার ভিডিও ভাইরাল

ঠিক যেন টেসলা: ঢাকার রাস্তায় ‘চালকবিহীন’ রিকশার ভিডিও ভাইরাল

রাজধানীর একটি প্রধান সড়কে চালক ছাড়াই একটি রিকশা চলছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ওই ‘চালকবিহীন’ রিকশাকে তুলনা করেছেন টেসলার চালকবিহীন গাড়ির সঙ্গে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অর্ক চক্রবর্তী নামে এক ব্যক্তি টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা দেখে, প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে প্রবল বাতাসে আরোহীবিহীন একটি রিকশা চালক ছাড়াই ঢাকার একটি প্রধান সড়কে চলতে শুরু করে।  এরপর মাঝ রাস্তা থেকে ফের সেটি চালকের কাছেই ফিরে আসে।

এদিকে, টুইটারে ওই ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিকে নেটিজেনরা তুলনা করেছেন টেসলার চালকবিহীন গাড়ির সঙ্গে।
 

Hey @elonmusk when did @Tesla make this autonomous Rickshaw?
It was spotted in Bangladesh?
I also want one?#elonmusk #tesla pic.twitter.com/AavWfN7tm7— Arko Chakraborty (@arko_c16) June 1, 2022

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments