Monday, March 20, 2023
spot_img
Homeবিনোদনট্রোলের শিকার মিথিলা

ট্রোলের শিকার মিথিলা

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নিজেকে ভিন্ন ভিন্ন রূপে হাজির করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটের কয়েকটি ছবি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করেছেন মিথিলা। ছবিগুলোতে এ অভিনেত্রীকে অন্যরকম লাগছিল। যার কারণে পাচ্ছিলেন প্রশংসাও। তবে ব্যতিক্রমী পোশাক অনেকের কাছে ভালো লাগেনি। তাই তাদের ট্রোলের শিকার হয়েছেন তিনি। এই ছবির নিচে আপত্তিকর মন্তব্য দেখা গেছে।সিংহভাগ মন্তব্যেই মিথিলাকে বাজে ইঙ্গিত করেছে নেটিজেনরা। ফারিহা ফারহিম নেহা নামে একজন লিখেছেন, বাংলাদেশে এত মানবতার দেয়াল থাকতেও তার জামা কাপড়ের এই অবস্থা কেন। মানবতার দেয়াল থেকে তাকে জামার ব্যবস্থা করে দেয়া হোক! রায়হান মির্জা নামের এক অনুসারী লিখেছেন, আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। মাহে রমজানে আল্লাহ আপনাকে হেদায়েত দিক। মোহাম্মদ শাকিল আহমদ লেখেন, আল্লাহ্‌ এই নির্লজ্জ মহিলাকে হেদায়েত দান করুক এ মাহতাব খান নামের আরেক অনুসারী মন্তব্য করেছেন, এই ছবির মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে, তার যাকাতের টাকা ভীষণ প্রয়োজন। যাকাত পেলে হয়তো সে একটি কাপড় কিনতে পারবে। এমন নেতিবাচক মন্তব্যের শিকার প্রায়শই হতে হয় মিথিলাকে। তবে এসবে ভ্রূক্ষেপ করেন না। বরং নিজের মতো কাজ নিয়েই ব্যস্ত থাকেন। বর্তমানে মিথিলা দেশের বাইরে ভারতের কলকাতায় নিয়মিত কাজ করছেন। টলিউডে একাধিক সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। মডেলিংও করছেন এসব কাজের ফাঁকে। মুক্তির অপেক্ষায় রয়েছে মিথিলা অভিনীত কলকাতার দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। চলতি বছরের ২৭শে জানুয়ারি কলকাতার কালীঘাটে পূজা দিয়ে সিরিজটির শুটিং শুরু করেন নির্মাতা। চলতি মাসের শেষে অথবা মে মাসে সিরিজটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত ‘মায়া’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরিচালিত সিনেমাটিই কলকাতায় মিথিলার প্রথম কাজ। এ ছাড়াও পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments