Wednesday, October 4, 2023
spot_img
Homeবিনোদনট্রেলারে মুগ্ধ করল ‘ইন্দুবালা ভাতের হোটেল’

ট্রেলারে মুগ্ধ করল ‘ইন্দুবালা ভাতের হোটেল’

‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে শুভশ্রীর লুক দেখে ইতিমধ্যেই দর্শকদের তুমুল কৌতূহল জন্মেছিল এই সিরিজ নিয়ে। আর এবার ট্রেলার প্রকাশ হতেই চমকে দিলেন শুভশ্রী।

বিয়ের পর সিনেমার পর্দায় প্রত্যাবর্তন করেই একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ সব সিনেমায়ই নতুন নতুন অবতারে পর্দায় এসে অনুরাগীদের চমকে দিয়েছেন। এবার সিরিজে পা রাখলেন অভিনেত্রী। আর তাতেই তাঁর রূপে দেখা গেছে বড়সড় পরিবর্তন। প্রস্থেটিকের সাহায্যে বৃদ্ধার বেশ ধারণ করেছেন। আর তাতেই বাজিমাত করেছেন টলিউডের সুন্দরী।

কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজে রূপ দিচ্ছেন দেবালয়। সেই সিরিজেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। হইচইয়ে দেখা যাবে এই সিরিজ। টিজারে ইন্দুবালার হাতের জাদুর পাশাপাশি অতীতে টানাপড়েনের কাহিনি দেখানোরও আভাস দিয়েছেন পরিচালক। যাতে ঠাঁই পেয়েছে দেশ ছাড়ার ইতিহাস, স্বজন হারানোর যন্ত্রণা। এর পাশাপাশি বাঙালির একান্ত আপন রসনাতৃপ্তির নানা কাহিনিও দেখা যেতে পারে। 

দেবালয় ভট্টাচার্যের সঙ্গে প্রথম কাজ অভিনেত্রীর। অভিজ্ঞতা কেমন, এ প্রশ্ন করতেই শুভশ্রী বলেন, ‘ওরে বাবা! একদিন তো শুটিং ফ্লোরেই স্ক্রিপ্ট ছিঁড়ে ফেলে দিয়েছিল। তারপর সেখানে বসেই নতুন করে স্ক্রিপ্ট লিখে অভিনয় শুরু হয়। কাজের মাঝে আড্ডা দিইনি। বাকি জিনিস দেখতাম। আমি নিজেও রান্নাঘর গোছাতাম, কারণ ওটা তখন আমার হয়ে গেছে।’

কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অবলম্বনেই এই ওয়েব সিরিজ বানিয়েছেন পরিচালক দেবালয়। অল্পবয়সী ইন্দুবালার চরিত্রে অভিনয় করেছেন পারিজাত চৌধুরী। এতে শুভশ্রী, পারিজাত ছাড়াও অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, স্নেহা চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়। 

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে হইচইয়ে মুক্তি পাবে শুভশ্রীর এই সিরিজ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments