যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থা মূল্যায়নের জন্য একটি কমিশন গঠন করতে চান কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। একই সঙ্গে তার প্রেসিডেন্টের পদে থাকার সক্ষমতাও যাচাই করতে চান। বৃহস্পতিবার এসব কথা জানিয়েছেন ন্যান্সি পেলোসি। তিনি জানিয়েছেন ওই কমিশন ২৫তম সংশোধনী প্রক্রিয়ার অংশ হবে। এরই মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প করোনার চিকিৎসায় যেসব ওষুধ সেবন করছেন তাতে তার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়েছে। ন্যান্সি পেলোসির এমন উদ্যোগ সম্পর্কে তাকে ক্রেজি হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ন্যান্সি পেলোসিকে পর্যবেক্ষণে রাখা উচিত। তিনি একটি সরকারের বিরুদ্ধে ক্যু করার ষড়যন্ত্র করছেন।
এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। ওদিকে আজ শুক্রবার যৌথভাবে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ন্যান্সি পেলোসি এবং ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাসকিনের। জেমি রাসকিন আইনের একজন প্রফেসরও। তারা সংবাদ সম্মেলনে একটি কমিশন অন প্রেসিডেন্সিয়াল ক্যাপাসিটি টু ডিসচার্জ দ্য পাওয়ারস এন্ড ডিউটিজঅব অফিস অ্যাক্ট গঠন বিষয়ক প্রস্তাবনা ঘোষণা করবেন। এই প্রস্তাবনার ওপর ভিত্তি করে গঠন করা হবে কমিশন অন প্রেসিডেন্সিয়াল ক্যাপাসিটি টু ডিসচার্জ দ্য পাওয়ারস এন্ড ডিউটিজঅব অফিস বিষয়ক কমিশন। তাদের উদ্দেশ্য ও কাজ হবে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রক্রিয়া নিয়ে কাজ করা। এর অধীনে সরকারের নির্বাহী শাখার সর্বোচ্চ পদে নিরবচ্ছিন্ন ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে অনুমোদন দেয়া হবে কংগ্রেসকে।
খবরে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদে হয়তো এই কমিশন গঠনের প্রস্তাবনা পাস হতে পারে। কিন্তু সিনেটে তা আটকে যেতে পারে। কারণ, সিনেটের নিয়ন্ত্রণ রয়েছে রিপাবলিকানদের হাতে। সেখানে রিপাবলিকান নেতা মিশ ম্যাকনেল সিনেটে এই বিল উত্থাপন করতে দেবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। কমিশন গঠন করতে সিনেটের অনুমোদন প্রয়োজন।
বৃহস্পতিবার সাংবাদিকদের সতর্ক করেছেন ন্যান্সি পেলোসি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তদন্তের পরিকল্পনা করছিলেন। এর আগে ডিসেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া আহ্বান করেন তিনি। তখন ট্রাম্পের বিরুদ্ধে দুটি আর্টিকেল অনুমোদন করে প্রতিনিধি পরিষদ। কিন্তু সিনেটে গিয়ে তা আটকে যায়। রক্ষা পান ট্রাম্প। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে সাংবাদিকদের ন্যান্সি পেলোসি বলেন, আগামীকাল (শুক্রবার) এখানে আসুন। আমরা ২৫তম সংশোধনী নিয়ে কথা বলতে যাচ্ছি।
কিন্তু টুইটার ব্যবহার করে পেলোসির এসবের জবাব দিয়েছেন ট্রাম্প। তিনি উপহাস করে তাকে ক্রেজি হিসেবে আখ্যায়িত করেছেন। পেলোসির বিরুদ্ধে অভিযোগ করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান মার্ক গ্রিন। তিনি অভিযোগ করেছেন, স্পিকার পেলোসি একটি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছেন। টুইটে তিনি লিখেছেন, আমি স্পিকার পেলোসির অতীতের অভ্যুত্থান প্রক্রিয়ার মতো কিছু ঘটাতে দিতে পারি না। তিনি এরই মধ্যে অভিশংসন প্রক্রিয়া প্রয়োগ করেছেন। এবার তাকে ২৫তম সংশোধনী প্রক্রিয়াকে হাতিয়ার বানানো থেকে দূরে রাখবো।