সদ্য বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হচ্ছে। এদিকে স্থানীয় সময় সোমবারই সিনেটে ইমপিচমেন্ট আর্টিকেল পাঠানোর কথা প্রতিনিধি পরিষদের। খবর রয়টার্সের
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়ায় প্রতিনিধি পরিষদের ৯ জন ডেমোক্র্যাট প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন। ঐ হামলায় ট্রাম্পের শত শত সমর্থক পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল। এতে পাঁচ জন নিহত হয়েছিল। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় ইমপিচমেন্ট আর্টিকেল সিনেটে পাঠানোর কথা। তবে সোমবারই সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না। আগামী মাসে এই বিচার শুরু হওয়ার কথা। ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি প্রতিনিধি পরিষদে দুই বার অভিশংসিত হয়েছেন।
আরও পড়ুন: হোয়াইট হাউসের শেষ দিনগুলোতে মনমরা ছিলেন ট্রাম্প
এছাড়া তিনি প্রথম প্রেসিডেন্ট যাকে ক্ষমতা থেকে যাওয়ার পর অভিশংসিত করা হচ্ছে। সিনেটে ট্রাম্প দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটদের ৫০-৫০ রয়েছে। ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটদের পক্ষে ভোট দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন। ১০ জন রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনে ভোট দিয়েছেন। সিনেটে প্রস্তাব পাশ করতে হলে ১৭ জন রিপাবলিকানের ভোট লাগবে।