দুই বছর পর আবারও চালু হলো ডনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে ক্যাপিটল হিল দাঙ্গায় উৎসাহ দেয়ার অভিযোগে আজীবনের জন্য নিষিদ্ধ করেছিল মেটা। তবে এক পর্যালোচনার পর দুই বছরের মাথায়ই তার একাউন্ট ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় প্রযুক্তি জায়ান্টি। গত জানুয়ারি মাসেই মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ এই সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমে জানিয়েছিলেন। এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো।
নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর মেটা জানিয়েছে, ট্রাম্প যদি আবারও তাদের নীতিমালা ভাঙেন, তাকে আবারও নিষিদ্ধ করা হতে পারে। সেই নিষেধাজ্ঞা হতে পারে এক মাস থেকে দুই বছরের জন্য। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী হওয়ার কথা রয়েছে ট্রাম্পের। যদিও দলটির তরফ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ট্রাম্প নিজেই জানিয়ে রেখেছেন যে তিনি আবারও নির্বাচন করবেন। রিপাবলিকান রাজনীতিবিদ ও সমর্থকরাও বহুদিন ধরে ট্রাম্পের একাউন্ট ফিরিয়ে দেয়ার আবেদন জানিয়ে আসছিল।
নির্বাচনের পূর্বে তার প্রচারণায় বড় ভূমিকা রাখতে পারে ফেসবুক।
যদিও তিনি ফেসবুকে ফিরবেন কিনা তা এখনও জানা যায়নি। এর আগে টুইটারে তার একাউন্ট ফিরিয়ে দেয়া হলেও তিনি নতুন কোনো টুইট করেননি।
মেটা নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত জানানোর পর গত জানুয়ারিতে ট্রাম্প তার নিজের সোশাল মিডিয়া কোম্পানি ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, আপনাদের প্রিয় প্রেসিডেন্টকে নিষিদ্ধ করার পর ফেসবুক বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান করেছে। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট, কিংবা অন্য কারও ক্ষেত্রে এমন ঘটনা আর কখনও ঘটা উচিত নয়।