Thursday, March 28, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAট্রাম্পের টুইটার খুলে দিলেন ইলন মাস্ক

ট্রাম্পের টুইটার খুলে দিলেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের টুইটার একাউন্ট খুলে দিয়েছেন ইলন মাস্ক। বিতর্কিত সব টুইট করার কারণে ২০১৬ সালের নির্বাচনের পরে টুইটারে নিষিদ্ধ করা হয়েছিল ট্রাম্পকে। সম্প্রতি টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক। তারপর নানা সংস্কারমুলক পদক্ষেপ হাতে নিয়েছেন। এর মধ্যে টুইটারেই তিনি ট্রাম্পের টুইটার খুলে দেয়া হবে কিনা এ বিষয়ে জরিপ চালান। তাতে এর পক্ষে খুব সামান্য ভোট বেশি পড়ার ফলে শনিবার তা খুলে দেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। এ ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন সবেমাত্র ১৫ই নভেম্বর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইলন মাস্ক ২৪ ঘন্টায় টুইটারে জরিপ চালানোর পর এ ঘোষণা দেন। তিনি বলেন, জনগণ তাদের কথা বলে দিয়েছে।

ট্রাম্পের (টুইটার একাউন্ট) পুনর্বহাল করা হবে। উল্লেখ্য, প্রতিদিন ২৩ কোটি ৭০ লাখ মানুষ টুইটার ব্যবহার করেন। এর মধ্য থেকে দেড় কোটি মানুষ ইলন মাস্কের জরিপে ভোট দেন। এতে ট্রাম্পের একাউন্ট খুলে দেয়ার পক্ষে ভোট পড়ে শতকরা ৫১.৮ ভাগ। বিপক্ষে পড়ে শতকরা ৪৮.২ ভাগ ভোট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments