Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিটেলিগ্রামে আসছে সাবস্ক্রিপশন সেবা

টেলিগ্রামে আসছে সাবস্ক্রিপশন সেবা

পেইড সেবা চালু করতে যাচ্ছে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। প্রতি মাসে নির্দিষ্ট হারে সাবস্ক্রিপশন ফি দিয়ে টেলিগ্রামের উন্নত সংস্করণ ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরোভ। সাবস্ক্রাইব করলে বাড়বে চ্যাট লিমিট, পাওয়া যাবে মিডিয়া ও বড় আকারের ফাইল আপলোডের ক্ষেত্রেও বাড়তি সুবিধা। এ ছাড়া বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহারের সুযোগও মিলবে।

দুরোভ আরো জানান, আয়ের জন্য যাতে বিজ্ঞাপনের ওপর নির্ভর করতে না হয় তা নিশ্চিত করতেই সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছে টেলিগ্রাম। এখন অ্যাপটির ট্যাগলাইনে লেখা রয়েছে, সব সময়ই টেলিগ্রাম ফ্রি থাকবে। বিজ্ঞাপন থাকবে না, চার্জও দিতে হবে না। তবে পেইড সেবা চালুর পর এই ট্যাগলাইন যাবে বদলে। তখন ট্যাগলাইনে লেখা থাকবে, চ্যাট ও মিডিয়ার জন্য ক্লাউড স্টোরেজ ফ্রি প্রদান করে টেলিগ্রাম। চলতি মাসের শেষ দিকে সাবস্ক্রিপশন সেবা চালু করবে তারা। তবে ফি কত হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। গত বছরের হিসাব অনুযায়ী, এন্ড-টু-এন্ড এনক্রিপশন সংবলিত মেসেজিং অ্যাপ টেলিগ্রাম শীর্ষ ১০ ডাউনলোড করা অ্যাপের তালিকায় ৩ নম্বরে আছে। প্রতি মাসে অ্যাপটি ব্যবহার করে ৫০ কোটি মানুষ। সূত্র : গ্যাজেটস ৩৬০

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments