Friday, September 22, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAটেক্সাস ডেমক্র্যাটিক পার্টির কাউন্টি চেয়ারম্যান বাংলাদেশি আমেরিকান রহিম

টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির কাউন্টি চেয়ারম্যান বাংলাদেশি আমেরিকান রহিম

 বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী রহিম র‌্যা নিহাল ডেমক্র্যাটিক পার্টির রিফ্যুজিয়ো কাউন্টির চেয়ারম্যান হয়েছেন। টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির চেয়ারম্যান গিলবার্টো হিনোজোসা এ সিদ্ধান্তের কথা টেক্সাস স্টেটের সেক্রেটারিকে ৪ নভেম্বর লিখিতাকারে অবহিত করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতা রহিম র‌্যা নিহাল ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের অন্যতম সংগঠক। টেক্সাসের নীতি-নির্দ্ধারকদের সাথেও গড়ে উঠেছে চমৎকার সম্পর্ক। রহিম বিভিন্ন সমাজিক কর্মকাণ্ডের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। এর আগে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূণ অবদানের জন্য প্রবাসী ব্যবসায়ী নিহাল রহিম সিআইপি পদক পেয়েছেন। বাংলাদেশ সরকার রহিমকে ৬ জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মাননা দিয়েছে। ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০’ অনুষ্ঠানে এই সম্মননা প্রদান করা হয়।
রহিম বলেন, বাংলাদেশি আমেরিকান ও বাংলাদেশের সামগ্রিক কল্যাণে কিছু করতে হলে সকলেরই উচিত মূলধারায় জোড়ালোভাবে সম্পৃক্ত হওয়ার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments