বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী রহিম র্যা নিহাল ডেমক্র্যাটিক পার্টির রিফ্যুজিয়ো কাউন্টির চেয়ারম্যান হয়েছেন। টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির চেয়ারম্যান গিলবার্টো হিনোজোসা এ সিদ্ধান্তের কথা টেক্সাস স্টেটের সেক্রেটারিকে ৪ নভেম্বর লিখিতাকারে অবহিত করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতা রহিম র্যা নিহাল ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের অন্যতম সংগঠক। টেক্সাসের নীতি-নির্দ্ধারকদের সাথেও গড়ে উঠেছে চমৎকার সম্পর্ক। রহিম বিভিন্ন সমাজিক কর্মকাণ্ডের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। এর আগে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূণ অবদানের জন্য প্রবাসী ব্যবসায়ী নিহাল রহিম সিআইপি পদক পেয়েছেন। বাংলাদেশ সরকার রহিমকে ৬ জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মাননা দিয়েছে। ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০’ অনুষ্ঠানে এই সম্মননা প্রদান করা হয়।
রহিম বলেন, বাংলাদেশি আমেরিকান ও বাংলাদেশের সামগ্রিক কল্যাণে কিছু করতে হলে সকলেরই উচিত মূলধারায় জোড়ালোভাবে সম্পৃক্ত হওয়ার।