Saturday, June 15, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিটুইটার পোলে অংশ নিতে পারবেন শুধু সাবস্ক্রাইবাররা

টুইটার পোলে অংশ নিতে পারবেন শুধু সাবস্ক্রাইবাররা

সাবস্ক্রাইবার না হলে টুইটারে আয়োজিত কোনো পোলে অংশ নিতে পারবেন না ব্যবহারকারীরা। ফর ইউ (টুইটারের হোম পেজ) পেজের রিকমেন্ডেশনেও ব্যবহারকারীর নামসহ টুইট দেখানো হবে না। এসব নিয়ম চালু হচ্ছে আগামী ১৫ এপ্রিল।

টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক এক টুইট পোস্টে এসব তথ্য জানিয়েছেন। এ ছাড়া ইলন মাস্ক জানান, এআই বট ঠেকানোর জন্যই নতুন নিয়ম চালু হচ্ছে। এই পথে এগোনো ছাড়া এআই বটের বিরুদ্ধে লড়াই করা বৃথা। ব্যবহারকারী রোবট কি না তা জানতে ‘প্রুভ ইউ আর নট এ রোবট’ টেস্ট দিতে বলা হয়। এই টেস্ট এখন খুব সহজেই পাস করতে পারে এআই। এসব বট চালানোর খরচ এত দিন খুব কম ছিল। পেইড ভেরিফিকেশন চালু হওয়ার পর এআই বট চালানোর খরচ বাড়বে ১০ হাজার শতাংশ। ফোন দিয়ে শনাক্ত করাও খুব সহজ হবে। নন-সাবস্ক্রাইবারদের

সুযোগ-সুবিধা বন্ধ করতে এই যুক্তি দেওয়া হলেও নতুন নিয়ম নিয়ে ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

টুইটারের ভেরিফিকেশন টিমের এক কর্মী সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, এই নিয়মের কারণে ভেরিফায়েড ব্যবহারকারীরা টুইটার প্ল্যাটফরমে নিজেদের ক্ষমতার অপব্যবহার করবে। এতে টুইটার ব্যবহারকারীদের মধ্যে ভুয়া তথ্য সহজেই ছড়াবে।  সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments