ইলন মাস্কের হাত ধরে টুইটারে চালু হচ্ছে এডিট বাটন। এটি যুক্ত হলে টুইট পোস্টে থাকা ভুলত্রুটি সংশোধনের সুযোগ পাবে ব্যবহারকারীরা। কয়েক মাসের মধ্যেই এডিট বাটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে টুইটার।
চলতি সপ্তাহেই টুইটারের সবচেয়ে বড় অংশের শেয়ার কিনে টুইটারের পরিচালনা পর্ষদের সদস্য হয়ে যান ইলন মাস্ক।
এরপর টুইটারে তাঁর অনুসারীদের কাছে জানতে চান, এডিট বাটনের প্রয়োজন আছে কি না। ৭৫ শতাংশ ভোটদাতা এর পক্ষে ভোট দেন। তবে ভোটের আগে থেকেই এ নিয়ে কাজ শুরু হয় বলে জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।
সাবস্ক্রিপশনভিত্তিক সেবা টুইটার ব্লুর ব্যবহারকারীরা এডিট বাটন ফিচারটি সবার আগে ব্যবহারের সুযোগ পাবে। সূত্র : বিবিসি