Wednesday, March 22, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিটুইটারের বোর্ডের ওপর বিরক্ত জ্যাক ডরসি

টুইটারের বোর্ডের ওপর বিরক্ত জ্যাক ডরসি

টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি টুইটার বোর্ডের ব্যাপারে তাঁর বিরক্তি প্রকাশ করেছেন। পরিচালনা পর্ষদের সদস্যরা কম্পানিটিকে বিকলাঙ্গ করার ক্ষেত্রে ভূমিকা রাখছেন বলে তিনি মনে করেন। সরাসরি কিছু না বললেও টুইটার ব্যবহারকারীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জ্যাক ডরসি। পরিচালনা পর্ষদের কর্মকাণ্ড যে তাঁর পছন্দ হচ্ছে না সেটাও জানিয়েছেন।

ভেঞ্জার ক্যাপটালিস্ট গ্যারি ট্যান একটি টুইট পোস্ট করেন শনিবার। সেখানে তিনি লেখেন, ‘পরিচালনা পর্ষদে ভুল অংশীদার থাকলে তারা শতকোটি ডলার হাওয়ায় উড়িয়ে দিতে পারে। প্রতিটি স্টার্টআপের ব্যর্থতার পেছনে এই একটি কারণ দায়ী নয়; তবে এখন এ রকম ব্যর্থতার হার বিস্ময়করভাবে অনেক বেশি। ’ এই পোস্টের নিচেই সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেন টুইটারের সাবেক নির্বাহী জ্যাক ডরসি।

একই পোস্টের নিচে এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘টুইটারের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, টুইটারের হর্তাকর্তারা আমাদের বিনোদনের খোরাক জুগিয়েছেন। টুইটারের প্রতিষ্ঠাতারা চক্রান্ত করায়ও বেশ পারদর্শী ছিলেন। এসব নিয়ে হলিউডে থ্রিলার সিনেমা বানানো হলে মন্দ হতো না। ’

এই কমেন্টের জের ধরে জ্যাক ডরসি লেখেন, অবিরতভাবে টুইটারকে কর্মহীন করে রাখা হয়েছে।         সূত্র : ইয়াহু নিউজ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments