আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে হয়ে গেছে এই ম্যাচের টস। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়েই দেশকে প্রথম ট্রফি এনে দিয়েছিলেন সালমারা। আজও তারা জেতার লক্ষ্য নিয়েই নামছেন।
মূল পর্বে লড়াইয়ের আগে প্রস্তুতিতে পাকিস্তানকে হারানোয় দলের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে বলে জানালেন সালমা। তিনি বলেন, ‘পাকিস্তানকে হারিয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। সেদিন আমাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই ভালো হয়েছে। বিশ্বকাপের আগে জয় পেয়ে আমরা উচ্ছ্বসিত। আমি প্রত্যেককে দলের সেরা খেলোয়াড় মনে করি। সবাই নিজের জায়গা থেকে ভালো করতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।’