টিপ পরার অধিকার
কেড়ে নেয়ার নয়
অথচ ভোট দেয়ার অধিকার
কেড়ে নেয়া হয়।
টিপ পরার অধিকার
কারো হাতে নয়
অথচ বেঁচে থাকার অধিকার
রাষ্ট্রের হাতে রয়।
এখানে গণতন্ত্র ও মানবাধিকার
অহরহ লুণ্ঠন হয়ে যায়,
অথচ প্রতিবাদী খুঁজে বেড়ায়
কোথায় ভয়ঙ্কর অন্যায়
খুঁজে বেড়ায়
নিস্তব্ধতার উপযোগী উপায়।
কেউ কেউ অমৃতের সন্তান
বুকে আগুন বয়
ঐতিহাসিক আলোড়নেও
প্রজাতন্ত্রের ভয়,
কেউ আপসকামী হয়
কেউ কেউ মানুষের
প্রতীক হয়ে রয়।
সমাজ সংসার অন্ধকার
অথচ সর্বগ্রাসী ব’লে
আলোয় আলোকময়
মহাকালের রথের ঘোড়া
সভ্যতার সংকটে নেয় আশ্রয়।
অনেকের দৃষ্টি আছে
কিন্তু দেখার আলো নেই
অনেকের আত্মা আছে
অথচ আত্মগৌরব নেই,
সত্যকে বিলোপ করে
অসত্যের দর্শনেই।