Monday, December 4, 2023
spot_img
Homeআন্তর্জাতিকটিকা না নেওয়াদের জেলে ভরতে চান ফিলিপাইনের প্রেসিডেন্ট

টিকা না নেওয়াদের জেলে ভরতে চান ফিলিপাইনের প্রেসিডেন্ট

ফিলিপাইনে নতুন করে ২১ হাজার ৮১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। ৭০ হাজার ৪৯ জনকে পরীক্ষা করে পাওয়া এতো সংখ্যক করোনা রোগী পাওয়া গেছে। সে দেশে করোনা পরীক্ষা করে শনাক্তের হার ৪০ শতাংশশে ঠেকেছে।

এ পরিস্থিতিতে সে দেশের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নির্দেশ দিয়েছেন, করোনাভাইরাসে টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা বাড়িতে থাকার নির্দেশনা ভঙ্গ করবে, তাদের যেন আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, টানা তিন দিন ধরে ফিলিপাইনে বিপুল সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

ফিলিপাইনে এই মুহূর্তে ৭৭ হাজার ৩৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় আছে। গত বছরের ১৭ অক্টোবরের পর এটি সে দেশে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগীর ঘটনা।

আরো ১২৯ জনের প্রাণহানির ঘটনায় ফিলিপাইনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৮৭১ জন। তবে মৃতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।
সূত্র: আল-জাজিরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments