Sunday, September 24, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিটিকটক থেকে খবর সংগ্রহ করছে নতুন প্রজন্ম : ইমার্কেটার

টিকটক থেকে খবর সংগ্রহ করছে নতুন প্রজন্ম : ইমার্কেটার

গুগল ও টিকটক আলাদা ধরনের সেবা প্রদান করে। গুগল থেকে মানুষ তথ্য খুঁজে নেয় আর টিকটক দেখে বিনোদনের খোরাক মেটায়। তবে জেনারেশন জেড-এর (বয়স যাদের ১০ থেকে ২৫) কাছে টিকটকই হয়ে উঠেছে খবর সংগ্রহের প্রধান মাধ্যম। যুক্তরাষ্ট্রের জেনারেশন জেড প্রজন্মের ছয় কোটি ৭০ লাখ ব্যবহারকারী টিকটক দেখে তাদের কেনাকাটার অভ্যাস তৈরি করছে বলে জানিয়েছে মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার।

রেস্তোরাঁ বা চাকরির জন্য প্রশিক্ষণ নেওয়ার কোর্সের তথ্য টিকটকের সার্চ রেজাল্ট ধরেই খুঁজে বের করা যাচ্ছে। তাই ১৫ সেকেন্ডেই যখন সব কিছুর তালিকা পাওয়া যাচ্ছে, তখন গুগলে অসংখ্য ট্যাব ওপেন করায় আর আগ্রহ পাচ্ছে না কিশোর ও তরুণ প্রজন্ম। ফলে বিজ্ঞাপনদাতাদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে টিকটক। টিকটকের ‘ফর ইউ’ ট্যাবে ছোট ছোট অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ক্রেতা ধরার জন্য নিজেদের পণ্য নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করছে।     সূত্র : হিন্দুস্তান টাইমস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments