টিকটককে কিনতে এর মালিক বাইটড্যান্সের বেশ কিছু বিনিয়োগকারীর সঙ্গে আলোচনায় বসেছে ওরাকল কর্তৃপক্ষ। টিকটককে আগামী ৯০ দিনের মধ্যে বিক্রি হওয়ার জন্য নির্দেশ জারি করার পর ট্রাম্প বলেছেন, ওরাকল ভালো কম্পানি। তারা চাইলে যুক্তরাষ্ট্রে টিকটকের নিয়ন্ত্রণ নিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ওরাকলের প্রশংসা করে বলেন, এটি খুব ভালো কম্পানি। ওরাকল চীনের টিকটককে কেনার জন্য বাইটড্যান্সের সঙ্গে আলোচনা করছে শুনে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। ওরাকলের ঘনিষ্ঠ একটি সূত্র ফিন্যানশিয়াল টাইমসকে জানিয়েছে, টিকটকের মালিক প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স ইনকরপোরেশনের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে ওরাকল। এ ছাড়া প্রতিষ্ঠানটি বাইটড্যান্সে শেয়ার থাকা একাধিক বিনিয়োগকারীর সঙ্গেও কাজ করার কথা বলেছে। এ পর্যন্ত টিকটককে কেনার দৌড়ে সামনে রয়েছে মাইক্রোসফট। তারা টিকটকের যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরিচালনার অংশ কিনে নিতে চায়। সূত্র : রয়টার্স