এর আগে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা গোটাতে অথবা বিক্রি করতে অ্যাপটির মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সকে সময় দেওয়া হয়েছিল ৪৫ দিন। হিসাবে টিকটকের হাতে সময় ছিল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু আরেকটি আদেশে সেই সময় বর্ধিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন নির্বাহী আদেশ অনুযায়ী টিকটক মোট ৯০ দিন সময় পাচ্ছে। এখন ১২ নভেম্বরের মধ্যে বাইটড্যান্সকে সিদ্ধান্ত নিতে হবে। হয় তারা যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা গুটিয়ে ফেলবে অথবা সে দেশের কোনো প্রতিষ্ঠানের কাছে নিজেদের ব্যবসা বিক্রি করে দেবে।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনে নিতে মাইক্রোসফট এবং টুইটার আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছে টিকটক। এখন দেখার বিষয়, কোথাকার পানি কোথায় গড়ায়!
সূত্র : ইটি নাউ ডিজিটাল।