সাতক্ষীরায় টানা সাত বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে জেলা বাসির তাক লাগিয়ে দিয়েছেন আব্দুল আলীম। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের নির্বাচনে তিনি জয়ী হয়েছেন।
জানা গেছে, সদর উপজেলার লাবসা ইউপিতে সপ্তমবারের মতো চেয়ারম্যান হয়েছেন বিএনপি নেতা আবদুল আলিম। চেয়ারম্যান আব্দুল আলীম বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব। তিনি ১৯৮৮ সালের পর থেকে এ পর্যন্ত মোট সাতবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবারের নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ১৬ হাজার ৩৩৩টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নজরুল ইসলাম পেয়েছেন মাত্র তিন হাজার ৩০০ ভোট।
এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না বিএনপি। ফলে তাদের নির্বাচনি প্রতীক ধানের শীষও নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন দলটির প্রার্থীরা। সাতক্ষীরায় প্রথম ধাপের ইউপি নির্বাচনে বিএনপির চারজন নেতা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন।