Tuesday, May 30, 2023
spot_img
Homeলাইফস্টাইলটানা জন্মবিরতিকরণ পিলে কি স্তন ক্যানসার হয়? 

টানা জন্মবিরতিকরণ পিলে কি স্তন ক্যানসার হয়? 

স্তন ক্যানসারের নানা ধরনের লক্ষণ রয়েছে। স্তন কিংবা বগলে চাকা অনুভব করা, স্তনের কোথাও ব্যথা অনুভবসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। নারীরা স্তন ক্যানসারে আক্রান্ত হন সবচেয়ে বেশি। এ জন্য এ ক্ষেত্রে তাদের সচেতনতা বেশি প্রয়োজন।

সচেতন থাকলে স্তন ক্যানসার থেকে বাঁচা যায়। আক্রান্ত হওয়ার পরও ঠিকমতো চিকিৎসা নিলে এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়।

বয়স ৪০ বছরের বেশি হলে চিকিৎসকের পরামর্শে বছরে একবার অন্তত সব নারীকে ম্যামোগ্রাম করাতে হবে। রুটিন পরীক্ষা তো করাতেই হবে।

পরিবারের যদি কারও আগে থেকে স্তন ক্যানসারের ইতিহাস থেকে থাকে তা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো বিভিন্ন টেস্ট করে নিতে হবে।

স্তন ক্যানসার কেন হয় 

*প্রথমত অজানা কারণে 
*দ্বিতীয়ত ৩৫ বছর বয়সে প্রথম সন্তান নিলে তাদের মধ্যে স্তন ক্যানসার হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। 
*তৃতীয়ত জন্মবিরতিকরণ পিল টানা পাঁচ থেকে ছয় বছর খেয়ে থাকলে।
*যারা কখনো বাচ্চাকে বুকের দুধ পান করাননি, তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে।

কীভাবে বুঝবেন 

স্তনের মধ্যে চাকা অনুভব করা। কখনো ব্যথা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। 
স্তনের ত্বক যদি কুঁচকে যায় কমলালেবুর মতো।

প্রথমত দায়ী আমাদের জীবনযাত্রার পরিবর্তন। আজকাল জাঙ্কফুড খাবারে মানুষ অভ্যস্ত হয়ে গেছে শারীরিক পরিশ্রম না করার কারণে অতিরিক্ত স্থূলতায় ভুগছে অতিরিক্ত স্থূলতা breast Cancer-এর অন্যতম প্রধান কারণ।

লেখক: আয়েশা আক্তার
সহকারী পরিচালক, ২৫০ শয্যার টিবি হাসপাতাল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments