অভিনয় দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শকদের মাতিয়ে যাচ্ছেন জয়া আহসান। এবার তিনি যুক্ত হয়েছেন ইরানি সিনেমায়। সিনেমাটির নাম ‘ফেরেশতে’। নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এ বিষয়ে গতকাল বসুন্ধরা আবাসিক এলাকার এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মুর্তজা অতাশ জমজম। সেই সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমাটির অন্যান্য অভিনয় শিল্পীরাও। সম্মেলনে সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা ব্যক্ত করেন জয়া আহসান।তিনি বলেন, বেশ কিছুদিন কলকাতায় ছিলাম। হাতে কয়েকটা সিনেমার কাজ ছিল। সেগুলো সেরেই ঢাকায় এসেছি। এসে আবার এই সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি।
ব্যস্ততার কারণে চলচ্চিত্রটি সম্বন্ধে সবাইকে কিছু জানাতে পারিনি। ২৫ দিন হলো আমরা শ্যুটিং করছি। মুর্তজা অতাশ জমজমের সঙ্গে কাজ করতে গিয়ে আমার দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে। সংবাদ সম্মেলনে জয়াকে নিয়ে কাজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন মুর্তজা অতাশ জমজম। জয়ার প্রশংসায় পঞ্চমুখ ইরানি এই নির্মাতা। তিনি বলেন, জয়া আহসানের সাথে কাজ করে আমি খুব আনন্দিত। তিনি প্রতিটি দৃশ্য খুব দারুণভাবে সম্পন্ন করছেন। ক্যামেরার সামনে এমন সাবলীল অভিনয় দেখে ইরানি সুপারস্টারের কথা মনে পড়েছে। মনে হয়েছে আমি ইরানি কোনো সুপারস্টারের সঙ্গে কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজার ও রেলস্টেশনসহ বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক প্রমুখ। ‘ফেরেশতে’ নির্মিত হচ্ছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়।