অভিনেত্রী জয়া আহসানের অন্যতম একটি শখ হলো বাগান করা। নিজের বারান্দা ও ছাদবাগানে প্রায় শতাধিক গাছ রয়েছে জয়ার। সময় পেলেই গাছেদের সঙ্গে সময় কাটান তিনি। করোনাকালে বাগানের পরিচর্যায় বেশিরভাগ সময় কেটেছে তার।
প্রায়ই নিজের বাগানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন জয়া। শনিবার ঝুড়িভর্তি হলুদের ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ছবির ক্যাপশনে লিখেছেন সদ্য তোলা সোনালী রঙা হলুদের মনমোহিনী ঘ্রান…।

জিআই ব্যাগের ভেতরে মাটি ফেলে ইস্কাটনে বাসার ছাদে বাগান করেছেন জয়া। এর আগে নিজের বাগানের জলপাই, টমেটো, লেবু,ধনে পাতা, শিম, বেদানা,পেয়ারাসহ অনেক ফল ও শাকসবজির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জয়া। সেই সাথে রঙ বেরঙের সব ফুলের গাছও রয়েছে জয়ার বাগানে।
উপহার হিসেবে গাছ পেলে খুশি হন জয়া। সুযোগ পেলে বাইরের দেশ থেকেও পছন্দের গাছ নিয়ে আসেন।
কিছুদিন আগে লন্ডন থেকে ফিরেছেনে দুই বাংলার এই অভিনেত্রী। লন্ডনে মায়ের সাথে কাটিয়েছেন সুন্দর সময়।