Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিজ্যাক মা নিয়ন্ত্রণ হারাবেন কোম্পানিতে!

জ্যাক মা নিয়ন্ত্রণ হারাবেন কোম্পানিতে!

জ্যাক মা। শুধু চীন নয়। পুরো এশিয়া তথা বিশ্বের কাছে এক বিস্ময়ের নাম। তিনি অনলাইন প্রতিষ্ঠান আলিবাবা প্রতিষ্ঠা করে হয়েছেন বিলিয়নিয়ার। চীনের প্রযুক্তি জগতের স্বপ্নকে আকাশচুম্বী করেছেন। কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থার কারণে তার নিজের সেই স্বপ্ন ধুলিস্মাৎ হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে চীনের কমিউনিস্ট পার্টি দমনপীড়ন শুরুর পর থেকে জ্যাক মার এই সাম্রাজ্যের পতন শুরু হয়েছে। তিনি এশিয়ার ব্যবসায় সবচেয়ে স্বীকৃত এক মুখ। তার সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৫০০ কোটি ডলার। কিন্তু কর্তৃপক্ষ তার বিরুদ্ধে দমনপীড়নের ফলে সেই পরিমাণ অর্ধেকে নেমে এসেছে।

বিশ্বের এ যাবতকালের সবচেয়ে বড় আইপিও বন্ধ করে দেয়া হয় ২০২০ সালে। চীনের নিয়ন্ত্রক সংস্থা এই পরিকল্পনা করে জ্যাক মার হংকং এবং সাংহাইয়ে অ্যান্ট গ্রুপকে তালিকাভুক্তির মাধ্যমে। এর পরের বছরেই আলিবাবাকে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয় রেকর্ড ২৭৫ কোটি ডলার। অ্যান্টগ্রুপের শেয়ারহোল্ডিং কাঠামো নতুন করে সাজানো হচ্ছে। এতে ২০১৪ সালে নিজের প্রতিষ্ঠিত এই জায়ান্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হারাতে পারেন জ্যাক মা। এতে তিনি কোম্পানির ভোটিং রাইটসের শতকরা মাত্রা ৬.২ ভাগের মালিক হবেন। কারণ, কোম্পানি এটা নিশ্চিত করতে চাইছে যে, এককভাবে হোক বা তৃতীয় পক্ষের সঙ্গে যৌথভাবে হোক- কোনো শেয়ারহোল্ডারের অ্যান্ট গ্রুপের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments