আমেরিকার মূলধারায় কার্যকর ভূমিকা রাখা সহ প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচনী সমাবেশ। গত ২৭ অক্টোবর বুধবার রাতে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় অনুষ্ঠিত বিশাল এ নির্বাচনী সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। জ্যাকসন হাইটসবাসী আয়োজিত সমাবেশ থেকে বক্তারা বলেন, নয়ন-আলী পরিষদের সকল প্রার্থীই যোগ্যতা-অভিজ্ঞতায় সেরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে নয়ন-আলী পরিষদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত এ নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কমিউনিটি এক্টিভিস্ট শামসুল আলম লিটনের সভাপতিত্বে এবং বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবুল কাসেম এবং আমানত হোসেন আমানের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজেনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’র সাবেক সভাপতি শাহ নেওয়াজ ও উপদেষ্টা তারেক হাসান খান, ‘নয়ন-আলী’ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের ও প্রধান উপদেষ্টা আলী ইমাম শিকদার, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মামুন মিয়াজী, সহ সভাপতি সাইফুল ইসলাম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ. কমিউনিটি এক্টিভিস্ট প্রমুখ।

সমাবেশে ‘নয়ন-আলী’ পরিষদের কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। ‘নয়ন-আলী’ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরী প্যানেলের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেন। ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক মো. সামাদ মিয়া (জাকের) এবং কার্যকরী সদস্য মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।

সমাবেশে বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী করোনা মহামারিতে কমিউনিটি সেবায় তাদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটি সহ কমিউনিটিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তারা বলেন, আমেরিকার মূলধারায় এবং প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় তারা দীর্ঘ্যদিন ধরে কাজ করছেন। ঐক্যবদ্ধ কমিউনিটি, বাংলাদেশ ও আমেরিকার মূলধারায় প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তারা।
বক্তারা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে সকলের সার্বিক সহযোগিতায় কুইন্সে সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হয়ে ‘নয়ন-আলী’ প্যানেল চূড়ান্তভাবে বিজয়ী হবে। এই প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে জ্যাকসন হাইটসবাসী সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।