Tuesday, March 28, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAজ্বালানি তেলের দামে নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রে

জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রে

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অটোমোবাইল অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুসারে, তেল পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৪.৩৭৪ ডলারে। খবর ইউএস টুডের।

এর আগে গত মার্চ মাসে প্রতি গ্যালন তেল রেকর্ডমূল্য ৪.৩৩১ ডলারে বিক্রি হয়। কিন্তু মঙ্গলবার সে দাম ছাড়িয়ে নতুন রেকর্ড স্থাপিত হয়েছে।

তেলের দাম এমন আকাশচুম্বি হওয়ার মূল কারণ হচ্ছে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া। গত সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছুঁই ছুঁই করছিল, এখন তা ১১০ ডলারের কাছাকাছি।

গত ৩০ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম শতকরা ৭ ভাগ কমেছিল যার ফলে এপ্রিলে জ্বালানি তেলের দাম সামান্য নিচে নামে। কিন্তু বর্তমানে তেলের দাম শতকরা ১০ ভাগ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারে ডিজেলের খুচরা দামও বেড়েছে। সেখানে প্রতি গ্যালন ডিজেল বিক্রি হচ্ছে ৫.৪৫ ডলারে। এটিও ডিজেলের দামে নতুন রেকর্ড।

সাম্প্রতিক এক জরিপে বলা হয়েছে যে, তেলের দাম বেড়ে যাওয়ার কারণে আমেরিকার এক-তৃতীয়াংশ গাড়ির মালিক গাড়ি চালানোর অভ্যাসে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments