Monday, May 29, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAজো বাইডেনের সঙ্গে শেহবাজের বৈঠক হবে নিউ ইয়র্কে

জো বাইডেনের সঙ্গে শেহবাজের বৈঠক হবে নিউ ইয়র্কে

ইমরান খানের সরকারের পতনের পর দৃশ্যত পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়েছে। এর মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেয়ার সময় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ খবর দিয়েছে অনলাইন দ্য নিউজ। এতে বলা হয়, ১৯শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন শেহবাজ। ৫ দিনের সফর শেষে দেশে ফিরবেন ২৪শে সেপ্টেম্বর। এ সময় তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্বব্যাংকের প্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তার সফরসঙ্গী হবেন কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা। ২৩ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার শিডিউল আছে। সফরের সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী শেহবাজ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির। তারা প্রেসিডেন্ট বাইডেনের দেয়া রাষ্ট্রপ্রধানদের জন্য আয়োজন করা নৈশভোজেও যোগ দেবেন।

এর আগে এমন অভ্যর্থনার সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments