Monday, March 27, 2023
spot_img
Homeবিনোদনজোভান-পায়েলের নতুন সংসার

জোভান-পায়েলের নতুন সংসার

ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল দুজনই তরুণ প্রতিভাবান অভিনয়শিল্পী। অভিনয়ের কারণে প্রশংসিতও হয়েছেন তারা। এবার তারা একসঙ্গে নতুন সংসার জীবন শুরু করেছেন। তবে তা বাস্তবে নয়, অভিনয়ের প্রয়োজনেই এমনটি ঘটেছে। 

এটি একটি নাটকের গল্প। নাটকটির নাম ‘চমন বাহার’। পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকে জোভানের নাম বাহার আর কেয়া পায়েলের নাম চমন।  গ্রাম থেকে বিয়ে করে এসে ঢাকায় সংসার পেতেছে তারা।

চমন ও বাহারের নতুন সংসার সম্পর্কে নির্মাতা সৌখিন বলেন, সংসার জীবনে এসে তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করতে থাকে। যার  বেশিরভাগই সমস্যা। যেমন সবচাইতে বড় সমস্যা, বাহার স্বভাবে একটু কৃপণ প্রকৃতির অন্যদিকে চমন বেশি কথা বলে। চমন মনমতো সবকিছু করতে পারে না বাহারের হিসেবী স্বভাবের কারণে। আবার চমনের বেশি কথা বলার কারণে বিরক্ত বাহার। এভাবে এগোতে থাকে নাটকের গল্প।

সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকে দেখা যাবে, দিনে দিনে চমন-বাহারের সংসার পুরনো হয় আর তাদের মধ্যে ভালোবাসা কমতে শুরু করে, সমস্যাই প্রকট হয়ে দাঁড়ায়। নির্মাতা বলেন, নাটকের প্রাথমিক অংশ এমনটাই। তবে গভীরতা রয়েছে এতে। সংসার ও জীবনবোধ উঠে আসবে এই গল্পে।

যেমন একটি বার্তা দেয়ার চেষ্টা করেছি, যাকে ভালোবাসতে হয়, তার গুণগুলোকে শুধু ভালোবাসলেই চলে না, দোষগুলোকেও ভালোবাসতে হয়। কারণ গুণগুলো যার, দোষগুলোও তার। গুণ ও দোষ মিলিয়েই পরিপূর্ণ মানুষ। আসছে ঈদে নাটকটি উন্মুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments