Thursday, June 1, 2023
spot_img
Homeআন্তর্জাতিকজেলে থাকলেও নির্বাচনে জিতবে পিটিআই

জেলে থাকলেও নির্বাচনে জিতবে পিটিআই

সন্ত্রাসবাদের ৩ মামলায় জামিন বিশ্বাস ইমরান খানের

পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি কারাগারে থাকুন বা না থাকুন, তার দল নির্বাচনে বড় জয় যাবে। আমেরিকান মিডিয়া গ্রুপ ন্যাশনাল পাবলিক রেডিও’র (এনপিআর) সঙ্গে এক কথোপকথনের সময় এমন কথা বলেন সাবেক পাক প্রধানমন্ত্রী। পিটিআই চেয়ারম্যান বলেন, নির্বাচনে তিনি অযোগ্য হবেন কি না- তা তিনি জানেন না, তবে সেটিও ব্যাপার নয়। কারণ তিনি বিশ্বাস করেন যে, তার দল পাকিস্তানের ইতিহাসে অভূতপূর্ব একটি জনপ্রিয়তার মধ্যে রয়েছে।

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০১৮ সালে প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে আনা অনস্থা ভোটে হেরে যান তিনি। এরপর থেকে একটি আগাম নির্বাচনের দাবি জানিয়ে সারা দেশে প্রতিবাদ সমাবেশ করে আসছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী হিসেবে তার উত্তরসূরি শাহবাজ শরিফ তার (ইমরান খান) দাবি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে, এ বছরের শেষের দিকে তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। পিটিআই চেয়ারম্যান অভিযোগ করে বলেন, যা হচ্ছে তা হলো- সরকার নির্বাচন নিয়ে ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে যে, আমরা নির্বাচনে জিততে যাচ্ছি। তাই তারা আমাকে হত্যাসহ পথ থেকে সরানোর জন্য সবকিছু চেষ্টা করছে। তার প্রমাণ, আমি একটি হত্যার চেষ্টা থেকে বেঁচে গিয়েছি।

গত বছরের নভেম্বর পিটিআইয়ের একটি লংমার্চে তার ওপর গুলি চালায় দুর্ব্ত্তৃরা। এতে পায়ে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান ইমরান খান। ওই সময় বেঁচে যাওয়ার জন্য নিজেকে খুবই ভাগ্যবান মনে করেন ইমরান খান।
সন্ত্রাসবাদের ৩ মামলায় জামিন : এদিকে সন্ত্রাসবাদের অভিযোগে দায়ের করা তিন মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত গতকাল তার বিরুদ্ধে দায়ের করা তিনটি সন্ত্রাসবাদের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এদিন জিল্লে শাহ হত্যা মামলা, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় কাজে হস্তক্ষেপসহ তিনটি মামলায় জামিন নিতে আদালতে হাজির হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই প্রধানের বিরুদ্ধে রেসকোর্স থানায় সন্ত্রাসবিরোধী, সহায়তা এবং মদদ দেওয়ার বিধানের অধীনে মামলাগুলো নথিভুক্ত করা হয়।
এর আগে গত সপ্তাহে লাহোর হাইকোর্ট (এলএইচসি) একই মামলায় খানকে প্রতিরক্ষামূলক জামিন এবং সাবেক প্রধানমন্ত্রীকে এই বিষয়ে প্রাসঙ্গিক আদালতে যাওয়ার নির্দেশ দেন।

অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনে পিটিআই প্রধান লিখেছেন, তিনি তদন্তে জড়িত হতে চান। তবে পুলিশের হাতে গ্রেফতারের আশঙ্কা রয়েছে। এ সময় আদালত সাবেক প্রধানমন্ত্রীকে তদন্তের অংশ হতে এবং কোনো শুনানির তারিখে অনুপস্থিত না থাকার নির্দেশ দেন। জিও নিউজ জানিয়েছে, এটিসি এদিন প্রতিটি মামলায় এক লাখ রুপির জামিন বন্ডের বিনিময়ে আগামী ৪ এপ্রিল পর্যন্ত তিনটি মামলায় ইমরান খানকে জামিন দেন। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন ও জিও নিউজ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments