গুগলের ক্রোম ব্রাউজার প্রাইভেট মোডে থাকলেও প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর কর্মকাণ্ডের ওপর নজর রেখে বেআইনিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে—এমন অভিযোগে জেরার মুখে পড়তে যাচ্ছেন অ্যালফাবেটপ্রধান সুন্দার পিচাই। ক্রোম ব্রাউজারের ইনকগনিটো মোড ব্যবহারের সময় গুগল বেআইনিভাবে ব্যবহারকারীর কর্মকাণ্ডের ওপর নজর রাখে—এমন অভিযোগে মামলা করেছিলেন এক ব্যবহারকারী। ওই মামলার বাদীপক্ষ অ্যালফাবেটপ্রধানকে সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত জেরা করতে পারবে বলে সিদ্ধান্ত টেনেছেন ক্যালিফোর্নিয়ার আদালত। ক্যালিফোর্নিয়ার আদালতে মামলাটি করা হয় গত বছরের জুন মাসে।
আদালতের নথি অনুযায়ী, গুগলের ইনকগনিটো ব্রাউজিং মোডকে প্রাইভেট বলে প্রচারণা জটিলতার সৃষ্টি করতে পারে বলে ২০১৯ সালেই সতর্ক করা হয়েছিল পিচাইকে। তার পরও ওই প্রচারণা অব্যাহত ছিল, কারণ পিচাই চাননি ফিচারটি নিয়ে বেশি উচ্চবাচ্য হোক। সাম্প্রতিক বছরগুলোতে ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নে নিজস্ব কর্মকাণ্ড নিয়ে বাজারের নীতিনির্ধারক ও আইন প্রণেতাদের সমালোচনার মুখে পড়েছে গুগল। সূত্র : রয়টার্স।