Monday, March 20, 2023
spot_img
Homeবিনোদনজুটি বাঁধলেন বুবলী-রাজ

জুটি বাঁধলেন বুবলী-রাজ

চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী ‘দেয়ালের দেশ’ শিরোনামের একটি সিনেমায় জুটি বেঁধেছেন। বেশ গোপনে গেল ২৪ মার্চ থেকে রাজধানী ঢাকায় সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হয়েছে। ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমা পরিচালনা করছেন মিশুক মনি (ইব্রাহিম খলিল মিশু)। প্রযোজনা করছেন মাহফুজুর রহমান। এসব তথ্য নিশ্চিত করেছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। যদিও এ প্রসঙ্গে সিনেমা সংশ্লিষ্টরা এখনই মুখ খুলতে নারাজ। জানা গেছে, প্রথম লটের শুটিং শেষ করে ‘দেয়ালের দেশ’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
উল্লেখ্য, ২০১৬ সালে শাকিব খানের ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে আসেন বুবলী। আর র‍্যাম্প মডেল দিয়ে ক্যারিয়ার শুরু করা শরিফুল রাজ গেল বছর আলোচনায় আসেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে।তার প্রথম সিনেমা ‘আইসক্রিম’। এরপর কাজ করেছেন ‘ন ডরাই’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘রক্তজবা’ ও ‘দামাল’ এই চার সিনেমা। সিনেমার বাইরেও ওয়েব সিরিজ ও ফিল্মে নিয়মিত মুখ শরিফুল রাজ। তার মুক্তিপ্রাপ্ত ওযেব কন্টেন্টগুলো হলো ‘মাইনকার চিপায়’, ‘ইনফিনিটি’, ‘বিলাপ’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘গুণিন’।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments