Friday, July 26, 2024
spot_img
Homeসাহিত্যজীবন পথ

জীবন পথ

জীবন পথে চলতে গেলে
অনেক বাধা আসে,
তাই বলে হার মানব কেন
সেসব বাধার কাছে?
উঠতি পথে শতেক বাধা
রুদ্ধ করে গতি,
দু:খ আছে দ্বন্দ্ব আছে
কষ্ট আছে অতি।
তার উপরে আছে কত
শতেক প্রলোভনের বেড়া,
কত-ই প্রতিযোগিতাতে
পথটি মোদের ঘেরা।
এসব বাধা-বিঘ্ন যারা
গ্রাহ্য নাহি করে,
জীবন পথে এগিয়ে তারা
চলে সাহস ভরে।
সত্য সদা লক্ষ্য যাদের
ধৈর্য ধরে যারা,
জীবন সফল হয় তাদের
ধন্য হয় যে তারা।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments