Monday, May 29, 2023
spot_img
Homeবিনোদনজীবনের অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে : দীঘি

জীবনের অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে : দীঘি

চিত্রনায়িকা দীঘি। ছোটবেলাতেই অভিনয় দিয়ে মাত করেছেন ঢাকাই চলচ্চিত্রের দর্শক হৃদয়। উচ্চবিত্ত-মধ্যবিত্তের ড্রয়িংরুমে পৌঁছে গেছেন গ্রামীণফোনের বিজ্ঞাপনের সুরেলা কণ্ঠ ও অভিব্যক্তি দিয়ে। দীঘি এখন অনেক বড়, পড়ছেন বিশ্ববিদ্যালয়ে।

এই দীঘি এখন চলচ্চিত্রের নায়িকা। হয়তো আপনি মনে করছেন একজন দীঘির প্রাপ্তি অনেক কিছুই। যার কোনো অপূর্ণতাই নেই। ছোটবেলাতেই পেয়েছেন তারকাখ্যাতি। ভাবতেই পারেন, বড় হয়ে সিনেমার নায়িকা হয়েছেন, আর কী অপূর্ণতা থাকতে পারে? হয়তো তাই। কিন্তু দীঘি কি মনে করেন তার জীবনের অন্যতম ইচ্ছেগুলো পূরণ হয়েছে? 

সিনেমাটিতে কাজ করতে গিয়ে ঠাণ্ডা লেগেছে দীঘির। ‘শ্রাবণ জোছনা’ ছবিতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘এই সিনেমায় কাজের অভিজ্ঞতা খুবই ভালো। অনেকগুলো লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। ফরিদপুরে শুটিং করার সময় তাপমাত্রা নেমে যেত ৮-৯ ডিগ্রিতে, সেই ঠাণ্ডায় আমরা শুটিং করেছি।’

দীঘি বলেন, ‘সবাই কো-অপারেট করেছে বলেই এই সিনেমার শুটিং সম্পন্ন করেছি। সবাই আমার খেয়াল রেখেছে, আমি যেন ঠাণ্ডায় অসুস্থ হয়ে না যাই। তাই এটা খুব সুখকর একটা বিষয়। আনন্দময় সময়ের মধ্য দিয়ে সিনেমার শুটিং শেষ হয়েছে।’

এ সময় দীঘি কৃতজ্ঞতা জানান নির্মাতা খোকন, সহ-অভিনেতা নূরসহ সকল কুশীলবের প্রতি। 

এদিকে আগামী ফেব্রুয়ারি থেকে দীঘির ফেরা সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। এই ছবি নিয়েও তার প্রত্যাশা দীর্ঘ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments