ইনবক্সে বিভিন্ন প্রচারণামূলক মেইল বা অবাঞ্ছিত অনেক মেইল এসে জমা হয়। এসব স্প্যাম ইমেইল ইনবক্সে জমা হলে দরকারের সময় গুরুত্বপূর্ণ মেইল খুঁজে পেতে বেশ ঝামেলা হয়। তবে চাইলেই স্প্যাম বা অবাঞ্ছিত মেইল প্রেরকদের ব্লক করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
এ পরিস্থিতিতে জিমেইলের একটি পদ্ধতি রয়েছে যা ব্যবহার করে স্প্যাম এবং ফিশিং ইমেইলগুলো রিপোর্ট করা যায়। যখন স্প্যাম রিপোর্ট করবেন তখন গুগল ওই ইমেইলের একটি কপি পায় এবং ভবিষ্যতে যেন অন্য ব্যবহারকারীদের কাছে সেই অ্যাকাউন্ট থেকে স্প্যাম ইমেইল না যায় সেই ব্যবস্থা করে।