Friday, March 29, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAজিনজিয়াং-এ উৎপাদিত পণ্য নিষিদ্ধ করতে আইনে স্বাক্ষর করলেন বাইডেন

জিনজিয়াং-এ উৎপাদিত পণ্য নিষিদ্ধ করতে আইনে স্বাক্ষর করলেন বাইডেন

চীনের জিনজিয়াং প্রদেশে তৈরি পণ্য নিষিদ্ধ করতে আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাম্প্রতিক সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এরইমধ্যে বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা আরোপ করলো ওয়াশিংটন। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়েছে, চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের উপর নির্যাতন চলছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। যদিও প্রথম থেকেই এই দাবি অস্বীকার করছে চীন। তবে এ নিয়ে পশ্চিমাদের সক্রিয়তা থেমে নেই। এ মাসের প্রথমেই জিনজিয়াং থেকে আসা পণ্য নিষিদ্ধের প্রস্তাব তোলা হয় মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে। সেখানে পাশ হওয়ার পর এটি আসে প্রেসিডেন্টের অনুমোদনের জন্য।এই আইনের ফলে মার্কিন কোম্পানিগুলো আর জিনজিয়াং-এ তৈরি পণ্য আমদানি করতে পারবে না। চীনের এ অঞ্চলটি তুলা ও সোলার প্যানেল রপ্তানি করে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments